বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল
প্রথম আলো নিষিদ্ধ ও আনিসুল হকের শাস্তির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোবববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে করা বিক্ষোভ মিছিল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য দেন, আগরপুর ডিগ্রি কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাহমুদ ও একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ।
আরও পড়ুন<<>> বাসস এমডিকে দোসর আখ্যা, দুঃখ প্রকাশের জন্য আল্টিমেটাম ডিইউজের
তারা আনিসুল হকের শাস্তি ও প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান।
উল্লেখ, এর আগেও ধর্ম নিয়ে কটাক্ষ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জাতীয় মসজিদে তওবা করেছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।