Apan Desh | আপন দেশ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

জহিরুল হক রানা ও মাইনুল হাসান সোহেল।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।

সভায় সভাপতিত্ব করেন জহিরুল হক রানা। সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল। কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির আল মামুন, শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর, শফিকুল ইসলাম শামীম ও গাযী আনোয়ার।

এছাড়া, যুগ্ম সম্পাদক হিসেবে মেহ্দী আজাদ মাসুম, শহিদুল ইসলাম রানা, মিজানুর রহমান ও জাওহার ইকবাল খান নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন, জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রফিক মৃধা।

কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে দফতর সম্পাদক মিজান শাহজাহান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, ক্রীড়া সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক এইচএম আল আমীন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শামীম হাওলাদার, সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ রয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, আবদুস সালাম হাওলাদার বাচ্চু, রেজাউল করীম বাবুল, রফিক উল্লাহ সরকার, রফিকুল ইসলাম সুজন, শাহ আলম ডাকুয়া, মাসুম বিল্লাহ, জিলানী মিল্টন, কামরুল ইসলাম, হরলাল রায় সাগর, মাহমুদা ডলি, তাপসী রাবেয়া আঁখি, মুজাহিরুল হক রুমেন, সাইরাস মাহমুদ, মিজানুর রহমান সবুজ, বশির হোসেন খান, মহসিন স্বপন, জিনিয়া কবির সূচনা, ফররুখ বাবু, শাকিল আহমেদ, মো. জিয়াউর রহমান, এইচ আর শফিক ও মেহেদী হাসান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়