Apan Desh | আপন দেশ

ডিইউজেকে ‘জামায়াত’ ট্যাগ দিলেন বাসস এমডি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৩৩, ৫ মার্চ ২০২৫

আপডেট: ২০:৪১, ৫ মার্চ ২০২৫

ডিইউজেকে ‘জামায়াত’ ট্যাগ দিলেন বাসস এমডি

ছবি: আপন দেশ

বাসস এমডি মাহবুব মোর্শেদকে দোসর আখ্যা দিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আর সাংবাদিকদের ‘জামায়তপন্থি’ ট্যাগ দিলেন বাসস এমডি। বুধবার (০৫ মার্চ) বেলা ১১টায় বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ডিইউজে। আগামী ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে অপসারণের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর হুঁশিয়ারি দেন ডিইউজের নেতৃবৃন্দ। 

রাজধানীর পল্টনে বাসস কার্যালয়। এখানকার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ডিইউজেকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনাগ্রহ দেখিয়েছেন তিনি। তার কার্যকলাপে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে। মাহবুব মোর্শেদের অপসারণ দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম। বক্তারা দ্রুত মাহবুব মোর্শেদের অপসারণ দাবি করেন। তারা বলেন, গত ৬ মাসে তার কার্যকলাপে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে। বক্তারা বাসস পরিচালনায় তার অযোগ্যতা ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, মাহবুব মোর্শেদ সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করেছেন। যারা ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন, মাহবুব সেসব সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তিনি কার্যালয়ে ত্রাস সৃষ্টি ও দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি তাকে দ্রুত অপসারণের আহবান জানান বক্তারা।

ডিইউজের সভাপতি বলেন, আগামী ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারণ করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

বুধবার সকালে ডিইউজের সমাবেশ, বিকেলে বাসস এমডির স্ট্যাটাস। ছবি: সংগৃহীত

ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন সমাবেশ পরিচালনা করেন। বক্তব্য দেন, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসস’র সাবেক ইউনিট চিপ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজে’র দফতর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজে’র প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম। 

এদিকে বিকেলে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাসস এমডি মাহবুব মোর্শেদ। তিনি লেখেন, ‘ভাগ‍্যের কী নির্মম পরিহাস! জামায়াতপন্থী সাংবাদিকরা আজকে বাসসের সামনে ব‍্যানার টাঙিয়ে, সমাবেশ করে আমাকে ফ‍্যাসিবাদের দোসর হিসেবে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে গেলেন।’

আরও পড়ুন<<>> বাসস এমডিকে দোসর আখ্যা, দুঃখ প্রকাশের জন্য আল্টিমেটাম ডিইউজের

উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি বাসস কার্যালয়ে ডিইউজের সংশ্লিষ্ট ইউনিটের সভা অনুষ্ঠিত হয়। বাসস এমডিকে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশের আহবান জনানো হয়। ওই দিনের সভা থেকে চার দিনের আল্টিমেটাম দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

৫ ফেব্রুয়ারি বাসসের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সৃষ্ট ঘটনা নিরশনের জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেয়া হয়। এদিন পর্যন্ত কোনো সমাধান না পেয়ে রাজপথে নামে সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের অভিযোগ বাসস এমডি প্রতিষ্ঠানটিতে কর্মরত ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নেয়া সাংবাদিক-কর্মচারীদের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছেন।   

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়