
খন্দকার রাশিদুল হক নবা।
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য ও জনসংযোগ ব্যক্তিত্ব খন্দকার রাশিদুল হক নবা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (০৯ মার্চ) রাতে তিনি রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি জনসংযোগ ও গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সহকর্মীদের কাছে তিনি সততা, পেশাদারিত্ব ও বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।