
সাংবাদিক আলী হাবিব
জাতীয় প্রেস ক্লাব স্থায়ী সদস্য ও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই। মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা, এক ভাই, দুই বোন রেখে গেছেন।
প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকেলে কর্মস্থল কালের কণ্ঠের অফিসে আসেন আলী হাবিব। তিনি অসুস্থবোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফে সাপোর্টে রাখেন। সেখানেই মারা যান তিনি।
মঙ্গলবার রাত ১১টার দিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে (কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণ) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার বাদ জোহর ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কবরস্থানে তাকে দাদার কবরের পাশে সমাহিত করা হয়।
আলী হাবিব ১৯৬৪ সালের ২৩ মার্চ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক জনকণ্ঠের সম্পাদকীয় সহকারী হিসেবে ১৯৯৩ সালে যোগদান করেন। ২০০১ সালে সহকারী সম্পাদক ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগের লেখালেখি করেন। আলী হাবিব ছিলেন নন্দিত ছড়াশিল্পী। কথাসাহিত্যেও তার সমান বিচরণ ছিল। তার উল্লেখযোগ্য প্রকাশনা: আসে না শ্রীমতি রাধা (রম্যছড়া), একাত্তরের সে কাহিনী (ছড়া), সঙ সেজে সংসার (রম্য গল্প), বউ ট্যাকলের টোটকা (রম্য গল্প), গল্পচ্ছলে কল্পকথা (রাজনৈতিক ব্যঙ্গরচনা)।
আলী হাবিবের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।