Apan Desh | আপন দেশ

বাসসের এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টাকে ডিইউজে’র স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২৪ মার্চ ২০২৫

বাসসের এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টাকে ডিইউজে’র স্মারকলিপি

ছবি: আপন দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যায় সাংবাদিক নেতারা।

এ সময় পুলিশের বাধায় কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাংবাদিক নেতারা। এতে কাকরাইল থেকে বাংলামটর অভিমুখের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এসে স্মারকলিপি গ্রহণ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

আরওপড়ুন<<>>জঙ্গি নাম দিয়ে ইসলামিক ভাবধারার ৯ তরুণকে হত্যা

এ সময় ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাসসের এমডি আপাদমস্তক পতিত স্বৈরাচারের দোসর। বাসসের বিগত সময়ের দুর্নীতির অনুসন্ধান ও বাসসকে স্বৈরাচারের দোসর মুক্ত করার জন্য অবিলম্বে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি পদ থেকে অপসারণ করতে হবে।

ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বাসসের এমডি মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে এ দুর্নীতিবাজকে অপসারণ করে বাসসকে কলঙ্কমুক্ত করবেন। নাহলে আমরা এ ফ্যাসিস্ট এমডির অপসারণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে অপসারণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিইউজে’র সহ সভাপতি রফিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য জসিম মেহেদী, ফজলুর রহমান জুলফিকার, ফয়জুল্লাহ মানিক, রাসেল আহমেদ প্রমুখ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়