Apan Desh | আপন দেশ

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ২ এপ্রিল ২০২৫

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেফতার

মাহমুদ হাসান

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক হত্যাচেষ্টা মামলার আসামি মাহমুদ হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০২ এপ্রিল) শহরের জুগিয়া সবজি ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহমুদ হাসান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া সবজি ফার্মপাড়ার বাসিন্দা মামুনর রশিদের ছেলে। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক।

কুষ্টিয়া ডিবির ওসি মো. মোরাদুল ইসলাম বলেন, মাহমুদ হাসানকে জুগিয়া সবজি ফার্মপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই মাহমুদুর রহমান একটি মানহানি মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে যান। তখন তাকে আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। ওইদিন বিকেলে আদালত চত্বরে তার ওপর সন্ত্রাসী হামলা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আসামি হিসেবে ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি ২০ থেকে ৩০ জন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়