
ছবি: আপন দেশ
ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মূলধারার সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ৫ এপ্রিল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনটি সম্পন্ন হয়। এতে বিজয়ী প্রার্থীরা সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব হোসাইন (নয়া দিগন্ত)। যুগ্ম সমন্বয়ক হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান (আমার দেশ)। মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফ উল্লাহ (ফ্রান্স টুয়েন্টিফোর)। যুগ্ম মুখপাত্র হয়েছেন মোসাদ্দেক হোসেন সাইফুল (নাগরিক টিভি ফ্রান্স)। কোষাধক্ষ্য হয়েছেন হাবিবুল্লাহ ফাহাদ (ঢাকা টাইমস)।
বিশেষ সেলসমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন- যোগাযোগ ও জনসংযোগ সেলের প্রধান; নিয়াজ মাহমুদ (মাইগ্রেন্টওয়াছ), যোগাযোগ ও জনসংযোগ সেলের সদস্য; তানভীর আহমেদ তোহা (তেখঁ বাংলা), প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেলের প্রধান; নাজমুল হাসান রাজু (সিনিয়র সাংবাদিক), প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেলের সদস্য; এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া), প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেলের সদস্য; আবদুল্লাহ আল মামুন (সিটিপোস্ট – প্রিন্ট), পরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক; মোমিন বিন মাহমুদ আনসারী (বাংলানিউজ ২৪ ফ্রান্স)।
সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন– সর্দার হাসান ইলিয়াছ তানিম (সাবেক প্রতিনিধি – দৈনিক ইত্তেফাক), জাকির হোসাইন (সাবেক রিপোর্টার – দৈনিক যায় যায় দিন), মো. মামুনুর রশীদ (এখন টিভি ফ্রান্স), সাইফুল ইসলাম (দেশ প্রতিদিন ও এশিয়া টিভি), ইয়াছির আরাফাত খোকন (বাংলাভিশন ও দেশ রূপান্তর – ফ্রান্স প্রতিনিধি)।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, এফবিজেএ ফ্রান্সে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহায়তার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনটি শুধু সাংবাদিকদের নয়, বরং ফরাসি মূলধারায় বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি তুলে ধরতেও কার্যকর ভূমিকা রাখবে। আমরা দুই দেশের মধ্যে সাংবাদিকতায় সহযোগিতা ও বোঝাপড়া তৈরি করতে চাই।
তারা জানান, খুব শিগগিরই সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, কর্মশালা, নেটওয়ার্কিং প্রোগ্রাম ও মিডিয়া এক্সচেঞ্জ আয়োজন করা হবে।
উল্লেখ্য, সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে ফ্রান্সে প্রবাসী বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে। জানুয়ারি থেকে ধারাবাহিক বৈঠক শেষে অবশেষে ৫ এপ্রিল সংগঠনটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। একই দিনে সংগঠনের সংবিধানও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।