Apan Desh | আপন দেশ

বিশ্ব গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:০৪, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:০৭, ১৩ এপ্রিল ২০২৫

বিশ্ব গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। ঢাকার এ কর্মসূচির খবর প্রকাশ করেছে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমও।

শনিবার (১২ এপ্রিল) ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন ‘মার্চ ফর গাজা’ নামের এই গণজমায়েতে।

রোববার (১৩ এপ্রিল) আল জাজিরার লাইফ আপডেটে ‘ইসরায়েলি বোমা হামলায় গাজার আল-আহলি হাসপাতাল বন্ধ’ শিরোনামে জায়গা করে নিয়েছে ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ কর্মসূচিতে লাখো মানুষ অংশগ্রহণ নিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন। এ সময় তারা ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন।

‘মার্চ ফর গাজার’ সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামিক গ্রুপ ও দল এ র‍্যালিতে সংহতি জানায়।

আরওপড়ুন<<>>সুদানে শরণার্থীশিবিরে আরএসএফের হামলা, নিহত ১০০

আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপিসহ ইসলামপন্থি দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে।

তবে সবার নজর কেড়েছে জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত ‘টাইসম অব ইসরাইল’ পত্রিকায় ছাপা ‘মার্চ ফর গাজার’ সংবাদ। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ লাখ বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। তাদের হাতে ছিল কয়েক শ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’- স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ৬ দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই