Apan Desh | আপন দেশ

প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০২৫

প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন আর নেই

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক জয়নুল আবেদীন

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক জয়নুল আবেদীন আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের মনিসোটা প্রদেশে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  

জয়নাল আবেদীন ১৯৩৭ সালের ১৫ অক্টোবর নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে ১৯৬৭ সালে তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বার্তা সংস্থা ‘এনা’র বার্তা সম্পাদক ছিলেন। 

এনার নিউজ এডিটর হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হিন্দুস্থান টাইমস বাংলাদেশ সংবাদদাতা, মর্নিং নিউজের সহকারী সম্পাদক ও ফিনানসিয়াল এক্সপ্রেসহ-সহ দীর্ঘদিন বিভিন্ন ইংরেজী দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

শুক্রবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মনিসোটা প্রদেশে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়