Apan Desh | আপন দেশ

২৪ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় ডিইউজের প্রতিবাদ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০১, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:২৭, ২৮ এপ্রিল ২০২৫

২৪ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় ডিইউজের প্রতিবাদ

ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঘটনার আট মাস পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটি স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি হুমকি।

তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ঢালাও মামলা চলতে থাকলে গণমাধ্যমে ভয়ের সংস্কৃতি বাড়বে। এতে পেশাদার সাংবাদিকতার ভবিষ্যত মারাত্মক হুমকির মুখে পড়বে।

নেতৃবৃন্দ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস দেয়া হয়েছে—তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হবে না। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ডিইউজে মনে করে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মতো ভয়ানক অপরাধের মামলা দায়ের করা মুক্ত গণমাধ্যমের চর্চার পরিপন্থী। এতে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও তথ্য জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা রক্ষা করতে হলে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৪ জন পেশাদার সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়