ফাইল ছবি
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ছবি নিয়েছেন তিনি। বিবিসির কোন কর্মী এমন কাজ করলেন? এ নিয়ে দুইদিন ধরে দেশটিতে ব্যাপক আলোচনা চলছিল।
এরমধ্যে জানা গেল, অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তার স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে নিজের স্বামীর পক্ষে সাফাই গেয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে হু ‘মানসিক সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হবেন তখন ব্যক্তিগতভাবে ‘অভিযোগের’ জবাব দেবেন।
এ ব্যাপারে বিবৃতিতে হু এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বলেছেন, ‘বিবিসির উপস্থাপক নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে— আমি আমার স্বামী হু এডওয়ার্ডসের পক্ষ থেকে এ বিবৃতিটি দিচ্ছি। গত পাঁচদিন আমাদের পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। আমি বিবৃতিটি দিচ্ছি তার মানসিক স্বাস্থ্য ও আমাদের সন্তানদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে।’
তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘হু গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। এটির প্রমাণ আছে। অত্যাধিক মানসিক অবসাদের জন্য কয়েক বছর ধরে সে চিকিৎসা নিচ্ছে।’
‘গত কয়েকদিনের ঘটনা তার মানসিক অবসাদ আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন করে এতে ভুগছে। সে এখন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছে; আরও কয়েকদিন এখানে থাকতে হতে পারে।’
এদিকে এই বিবৃতি প্রকাশের আগে দেশটির মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের গোয়েন্দারা এ ঘটনা সম্পর্কে তদন্ত করে জানতে পেরেছেন, এতে অপরাধ সংঘটিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
নাম প্রকাশ না করে এডওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রথমে সামনে আনে ব্রিটিশ ট্যাবলয়েড সান। গত শুক্রবার এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, বিবিসির একজন শীর্ষ উপস্থাপক যৌন উত্তেজক ছবির বিনিময়ে ১৭ বছর বয়সী একজনকে ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই অপ্রাপ্তবয়স্কের মা ও সৎ বাবার বরাত দিয়ে সান ওই প্রতিবেদন ছেপেছিল।
তার মা সেখানে বলেছিলেন, হাজার হাজার ডলার পেয়ে তার সন্তান তা খরচ করছে কোকেনের নেশায়। সন্তানকে বাঁচাতে সেই উপস্থাপককে টাকা দেয়া বন্ধের আর্জিও জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে সেই কম বয়সীর পক্ষে এক আইনজীবীর দেয়া বিবৃতিতে ওই অভিযোগকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেয়া হয়।
ওই অভিযোগ ওঠার পর বিবিসি তদন্ত শুরুর ঘোষণা দেয়। পরে জানানো হয়, সেই উপস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যদিও তার নাম সে সময় প্রকাশ করেনি বিবিসি।
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই সম্মতির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করা যায়। তবে অর্থের প্রলোভনের মাধ্যমে কোনো কিছু করা অবৈধ ও বেআইনি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।