ফাইল ছবি
প্রথিতযশা সাংবাদিক আবেদ খান-এর সম্পাদনায় নতুনরূপে বাজারে আসছে দৈনিক কালবেলা।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই বাজারে আসার টার্গেট নিয়ে এগুচ্ছেন নীতিনির্ধারকগণ। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেশ কয়েকজন নবীন ও প্রবীণ সাংবাদিক প্রকাশিততব্য পত্রিকাটিতে যোগ দিয়েছেন। শিগগিরই আরো কয়েকজন আসবেন বলে জানা গেছে।
আজ যারা যোগ দিয়েছেন তাদের অনেকেই দৈনিক আমাদের সময়, সমকাল ও দেশ রূপান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। কারো ছিল সদ্য সাবেককর্মস্থল।
এছাড়াও অন্যান্য পত্রিকা ও টিভি চ্যানেল থেকেও কয়েকজন কালবেলায় যোগ দিয়েছেন।
নতুনদের স্বাগত জানান সম্পাদক আবেদ খানসহ অন্যান্য কর্মকর্তারা। মিষ্টি খাইয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। বিভিন্ন মিডিয়া থেকে আগত সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সম্পাদক । পুরনোদের ভীড়ে একটি নতুন দৈনিককে প্রথম সারিতে নেওয়ার জন্য সর্বোচ্চ মেধা-শ্রম প্রত্যাশা করেন। একই সাথে সাংবাদিকতার নীতিমালার কথাও স্মরন করিয়ে দেন তিনি।
পত্রিকাটিতে চীফ রিপোর্টার হিসাবে দায়িত্ব নিয়েছেন মশিউর রহমান খান (সমকাল)।
খেলাধুলা বিভাগটির দায়িত্ব নিয়েছেন, হাসান উল্লাহ রানা (যমুনা টেলিভিশন)। তার সাথে রয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল (ভোরের আকাশ), মাহবুব সরকার (সমকাল) ও জগন্নাথ বিশ্বাস (দেশ রূপান্তর)।
রাজনৈতিক প্রতিবেদক হিসাবে যোগদিয়েছেন, এনায়েত শাওন (ডেইলি সান) ও নজরুল ইসলাম ( আমাদের সময়)।
আদালত প্রতিবেদক হিসাবে নিয়োগ পেলেন কবির হোসেন (আমাদের সময়)।
কূটনীতিক প্রতিবেদক হিসাবে যোগ দিয়েছেন আঙ্গুর নাহার মন্টি (নিউজ টুয়েন্টিফোর)।
অপরাধ বিভাগের প্রধান হিসাবে যোগদান করেছেন, আতাউর রহমান (সমকাল)। তার সঙ্গে রয়েছেন- তানভীর (আমাদের সময়), সুশোভন সরকার অর্ক (সারা বাংলা)।
বিজনেস প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন শারমিন রিনভী ( বাংলা ভিশন )।
বার্তা বিভাগে যোাগদান করেছেন, এসআই শরীফুল (সমকাল)।
বহুল প্রচারিত সমকাল ছেড়ে নতুন পত্রিকায় আসা প্রসঙ্গে আতাউর রহমান বলেন, কাজের পরিবেশ, সহকর্মীদের সহযোগিতাসহ সাংবাদিকদের অনুকূল পরিবেশ বলতে যা বুঝায় তার সবই আছে সমকালে। আমি যেকোন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি তাই পুরনো ছেড়ে নতুনে আসা।
বিশ্বাস বিল্ডার্সের মালিকানাধীন পত্রিকাটির প্রকাশক হিসাবে রয়েছেন সন্তোষ শর্মা (আমাদের সময়)।
পত্রিকাটির বর্তমান ঠিকানা- নিউমার্কেট সিটি কমপ্লেক্স, লেভেল-৬, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা-১২০৫ এই ঠিকানায়।
আপন দেশ ডটকম/ নূর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।