ফাইল ছবি
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য এনায়েত রসুল আর নেই। গতকাল রাত ৮টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার (১ আগস্ট) বাদ জোহর নারিন্দা শাহ সাহেব বাড়ি জামে মসজিদে মরহুমের জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: বিভিন্নস্থানে হামলায় ৬ সাংবাদিক আহত
কর্মজীবনে মরহুম এনায়েত রসুল বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং নিউএজ-এ বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ এক্সপ্রেসের উপদেষ্টা সম্পাদক ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এনায়েত রসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।