Apan Desh | আপন দেশ

রেলের স্টাফদের নির্যাতনের শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ১২ আগস্ট ২০২৩

আপডেট: ১৮:৫৪, ১২ আগস্ট ২০২৩

রেলের স্টাফদের নির্যাতনের শিকার সাংবাদিক

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ: কালনী এক্সপ্রেস ট্রেনে অবৈধভাবে যাত্রী তোলার সংবাদ সংগ্রহ করায় রেলের স্টাফদের নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তাফা কামাল।

শনিবার (১২  আগস্ট) সকালে সংবাদ সংগ্রহকালে ট্রেনের পাওয়ার কার অপারেটর মুক্তারসহ স্টাফরা ওই সাংবাদিককে ট্রেনে তুলে বেধড়ক পেটান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন

আরও পড়ুন: ভাইকে বাঁচাতে ছোট ভাইয়ের কিডনি দান

মোস্তাফা কামাল জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছলে ট্রেনটিতে অবৈধভাবে যাত্রী তোলেন স্টাফ মোক্তাদিরসহ আরও কয়েকজন রেল কর্মচারী। এ বিষয়ে জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে ট্রেনে তুলে বেধড়ক মারধর করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানান, একজন সংবাদকর্মীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে অভিযুক্ত মোক্তার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়