ফাইল ছবি
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন-এর চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের ০৯ জানুয়ারি তারিখে জারিকৃত প্রজ্ঞাপনটি সংশোধনপূর্বক এবছরের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত মোট দেড়বছর মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে চলতি বছরের ৯ জানুয়ারি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই বছরের ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত বছর ২২ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।