মতিঝিলে সেনাকল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা
ঢাকা: রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আমাদের কাছে মতিঝিলে সেনা কল্যাণ ভবনে রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। এমন খবরে সেখানে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, ভেতরে প্রচণ্ড ধোঁয়া। এ কারণে তাদের কাজ করতে কষ্ট হচ্ছে। যদিও বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।