Apan Desh | আপন দেশ

ভারত থেকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন আমদানী

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ২০ সেপ্টেম্বর ২০২৩

ভারত থেকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন আমদানী

ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত থেকে এলো ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন। যা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় একটি ট্রাকে এ স্যালাইন বন্দরে প্রবেশ করে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।

বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৯ সেপ্টেম্বর স্যালাইন আমদানির কথা গণমাধ্যমকর্মীদের জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই ঘোষণার ধারাবাহিকতায় আমদানি করা হলো এসব স্যালাইন।

আরও পড়ুন<<>> ভারতে যাচ্ছে চার হাজার টন ইলিশ

জানা গেছে, ভারত থেকে কেনা প্রতি ব্যাগ স্যালাইনের দাম পড়ছে ৬১ টাকা ৩৫ পয়সা। প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে। পরবর্তী সময়ে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে।

স্যালাইন আমদানিকারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবেন।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল জানান, বন্দর থেকে দ্রুত ছাড় করতে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়