Apan Desh | আপন দেশ

ইইউর চিঠির জবাব দিয়েছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ইইউর চিঠির জবাব দিয়েছেন সিইসি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেয়া চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সিইসি কাজী হাবিবুল আউয়াল ইইউকে চিঠির জবাব দেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

তিনি বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হব।

সূত্র জানায়, চিঠিতে সিইসি বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, নির্বাচন কমিশন সরকারের কাছে থেকে তাদের চাহিদামতো সহযোগিতা পেয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। সরকারও বারবার তাদের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরছে।

ইইউকে দেয়া চিঠিতে তিনি আগামী জাতীয় নির্বাচনে ইইউর সমর্থন প্রত্যাশা করে বলেন, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি আসন্ন নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে।

তবে সিদ্ধান্ত যেমনই হোক, আমি বিশ্বাস করি ইইউ বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় ইসি মো. আহসান হাবীব খান সাংবাদিকদের বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে।

প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের মূল্যায়নের ওপর ভিত্তি করে গত ১৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠায় ইইউ। এতে বলা হয়, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অনুকূল নয়। তাই ইইউ নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়