ছবি: সংগৃহীত
রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষকেই মারমুখী অবস্থানে দেখা গেছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আটক হয়েছে কয়েকজন।
এর আগে কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেন, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।