ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগ এলাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকের ঘটনা এটি।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, কোন পরিবহনের বাসে আগুন দেয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন<<>> বিএনপি-জামায়াতের অবরোধে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশ জুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে বৃহস্পতিবার। বিএনপির কর্মসূচিতে সমর্থন দিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াতও পৃথকভাবে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।