বারিধারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে বাস আগুন
ঢাকা: বিএনপির তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা। এর মধ্যে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেটি তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
তিনি বলেন, এখনো এ বিষয়টি জানা সম্ভব হয়নি।
শ্যামলীতে আগুন: এর আগে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শ্যামলী স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল জানান, ওয়েলকাম পরিবহনে যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতিকারী। উপস্থিত জনতার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুগদায় আগুন: এর আগে একই দিন বেলা ১১ টা ৫৫ মিনিটের দিকে একই কায়দায় রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটি আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের ওপর ব্রেক করে। এ সময় বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।