Apan Desh | আপন দেশ

‘বাবার চেয়েও বড় হতে চায় নিহত পুলিশ কন্যা তানহা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ১ নভেম্বর ২০২৩

‘বাবার চেয়েও বড় হতে চায় নিহত পুলিশ কন্যা তানহা’

ছবি: সংগৃহীত

বাবার চেয়ে বড় পুলিশ হতে চায় পারভেজের মেয়ে তানহা। নিহত আমিরুল ইসলাম পারভেজের ছোট্ট শিশুরস্বপ্নের কথা জানালেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।তিনি বলেন, ডিএমপি ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার।

আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোন প্রয়োজনে ডিএমপি তাদের পাশে থাকবে। এ সময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার কথা জানান।

২৮ অক্টোবর মহাসমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ডিএমপি কমিশনার।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদফতরের নিজ কার্যলয়ে তার পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। সেখানেই নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।

পারভেজের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামে। বাবার সেকেন্দার আলী মোল্লা। স্ত্রী রুমা ও ৭ বছরের মেয়ে তানহা ইসলামকে নিয়ে থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে। ২০১১ সালে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়