Apan Desh | আপন দেশ

মিরপুর-বাংলামোটরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ৫ নভেম্বর ২০২৩

আপডেট: ২০:০২, ৫ নভেম্বর ২০২৩

মিরপুর-বাংলামোটরে বাসে আগুন

অগ্নিদগ্ধ দুই বাস

ঢাকা: রাজধানীর বাংলামোটর ও মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলেল ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রোববার (৫ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় এই ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে এই অবরোধের ডাক দিয়েছে তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানীর ব্যস্ততম এলাকা বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মিরপুরে শিকড় পরিবহনে আগুন: মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন: তালহা বিন জসিম আরও জানান, এর আগে রোববার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসটিতে আগুন দেয় তারা।

তিনি বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, তার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এসময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলেছিল। যাত্রী সেজে আসা দুজন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, কোনো মামলা করতে চাইলে তা নেয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়