Apan Desh | আপন দেশ

‌‘কেউ বাসে আগুন দিলে তাকে ধরে সেই আগুনেই ফেলে দেবেন’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ১২ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:৩৬, ১২ নভেম্বর ২০২৩

‌‘কেউ বাসে আগুন দিলে তাকে ধরে সেই আগুনেই ফেলে দেবেন’

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।

এর আগে নবনির্মিত সারকারখানি উদ্বোধন উপলক্ষে নাগরিক সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে সব বাধা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। প্রাকৃতিক দুর্যোগের মতো অগ্নিসন্ত্রাস বা মানবসৃষ্ট সব দুর্যোগ অতিক্রম করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশবাসীকে সাহসের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল। গাইবান্ধার মহিমাগঞ্জ এবং টাঙ্গাইলের ঘাটাইলসহ বিভিন্ন অঞ্চলে সার চাওয়ার কারণে কৃষকদের গুলি করে হত্যা করা হয়। তখনই কথা দিয়েছিলাম কৃষকদের সারের জন্য ছুটতে হবে না। সার কৃষকের ঘরে পৌঁছে যাবে। এজন্য ২০০৯ সালে সরকারে আসার পর যত কষ্টই হোক সারের কোনো ঘাটতি হতে দেইনি।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়