ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা রয়েছে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভন ঘিরে জলকামান-এপিসি (আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার) টহল, তিন স্তরের নিরাপত্বার ব্যবস্থা করা হয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবনের চারপাশে নিরাপত্তা বেড়েছে।
সকাল ১০টায় তফসিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকালে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। এ সময় তিনি বলেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেয়া হচ্ছে।
ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে এপিসি ও জলকামানা। এ ছাড়া র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দায়িত্ব পালন করছেন।
ইসি ভবনে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরাও আইডি কার্ড ছাড়া প্রবেশ দেয়া হচ্ছে না। বেলা ১২ টায় সরেজমিন দেখা গেছে এ চিত্র।
আরও পড়ুন <> আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, আসবে তফসিলের ঘোষণা
ইসির নিরাপত্বা কর্মকর্তা জহুরা আক্তার বেগম স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ করে বলেন, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তা কর্মী আগতদের প্রবেশের ক্ষেত্রে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ করা যাবে না।
২৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি যেন না হয় সেদিকে নজর রেখে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ জায়গায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও আমরা নজর রাখছি।
দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচন ভবনের আশপাশে পযাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তফসিল ঘোষণাকে সামনে রেখে অবরোধ কর্মসূচিতে এমন প্রস্তুতি কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাননি কেউই।
পাশাপাশি নির্বাচন ভবনের প্রবশ পথে আগন্তুকদের পরিচয় জেনে ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা হয়েছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।