Apan Desh | আপন দেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ১৫ নভেম্বর ২০২৩

ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকের ঘটনা 
এটি। আগুন দেয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভুরুলিয়া এলাকায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, রেলসেতুর আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আবর্জনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, রাত পৌনে ৮টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী কলেজগেট এলাকায় গাজীপুরগামী  একটি পণ্যবাহী চলন্ত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।  এতে গাড়িটির পিছনের কিছু অংশ ও কিছু পণ্য পুড়ে যায়।  স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ছাড়া,আজ রাত ৯টা ৫০ মিনিটে ধানমণ্ডি ৭ নম্বর রোড়ে আনোয়ার খান মডার্ণ হসপিটালের উল্টো দিকে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এর আগে রাত ৮টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় একটি পণ্যবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়