Apan Desh | আপন দেশ

ফিরতি চিঠিতে লুকে ওবায়দুল কাদের বললেন ‘টাইম নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ১৭ নভেম্বর ২০২৩

আপডেট: ০০:২৯, ১৮ নভেম্বর ২০২৩

ফিরতি চিঠিতে লুকে ওবায়দুল কাদের বললেন ‘টাইম নেই’

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। ডোনাল্ড লু গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেন।

এর জবাবে শুক্রবার (১৭ নভেম্বর) ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের আক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করা হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুরুতেই  চিঠির জন্য ডনাল্ড লু, রাষ্ট্রদূত পিটার হাস এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে, সমস্ত পরিবেশ সংলাপের জন্য অনুকূল হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যস্ততার কারণে বর্তমান অবস্থায় বাস্তব ফলাফল আসবে এমন কোনও অর্থবহ সংলাপ করার জন্য যথেষ্ট সময় নেই বলেও তিনি জানিয়েছেন।

ওবায়দুল কাদের লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতামুক্ত করতে আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের প্রস্তাবিত সাহায্য ও সহায়তাকে আ.লীগ স্বাগত জানায়। শুরুতেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সর্বস্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের দলের অঙ্গীকারের কথা আমি পুনর্ব্যক্ত করতে চাই।

আরও পড়ুন <<>> তফসিল হলেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি: মিলার

'অনেক মাস ধরেই বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের দরজা খোলা রেখেছিল' স্মরণ করিয়ে দিয়ে কাদের লিখেছেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই জাতীয় সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে অনড় থাকায় এ জাতীয় সংলাপ বাস্তবায়িত হয়নি।

ওবায়দুল কাদের চিঠিতে লিখেছেন, বর্তমানে বিএনপি এবং জামায়াত-ই-ইসলামীর মতো তাদের সমমনা মিত্ররা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধের মতো বলপূর্বক রাজনৈতিক কর্মসূচি পালন করছে এবং এ ধরনের অবরোধ কার্যকর করার উপায় হিসেবে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এর মতে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অবরোধের সমর্থকরা মোট ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

সংলাপের বিষয়ে লেখা হয়েছে:
এভাবে চলমান অবরোধ এবং এই ধরনের কর্মসূচির প্রধান দাবির মধ্যে বিএনপি ও অন্যদের সঙ্গে আওয়ামী লীগ বসলেও অর্থবহ সংলাপের কোনো পরিবেশ নেই। উপরন্তু, আসছে সপ্তাহগুলোতে, রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী কর্মকান্ড চূড়ান্ত করতে তাদের সমস্ত সময় ব্যয় করতে হবে। এদের মধ্যে রয়েছে ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশীদের পর্যালোচনা এবং চূড়ান্ত করা, দলের ইশতেহার প্রস্তুত করা, প্রচারণার কৌশল চূড়ান্ত করা, ভোটারদের কাছে প্রচারণা চালানো ইত্যাদি। এর মানে হল, সমস্ত পরিবেশ যদি সংলাপের জন্য অনুকূল হয়ও, বাস্তব ফলাফল আসবে এমন কোনও অর্থবহ সংলাপ করার জন্য যথেষ্ট সময় (এখন আর) নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সকল আন্তর্জাতিক বন্ধুদের সাথে অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং আশা করে তারা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের জনগণের সামনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন রাখতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে ডোনাল্ড লু ১৩ নভেম্বর বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়। 

তখন ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, যথাসময়ে চিঠির উত্তর দেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়