গুলিস্তানে মেয়র হানিফ ফ্রাইওবারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা -ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে, হরতাল শুরুর আগেই রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজার ও কাফরুল থানার তালতলা এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১৮ নভেম্বর) ৭টা ৩৬ মিনিটে মেয়র হানিফ ফ্লাইওভার উপর কোমল মিনিবাস পরিবহনের একটি বাসে আগুন দেয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বাসটি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নেভানো হয়।
এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।