ছবি : সংগৃহীত
পঞ্চম দফা অবরোধ শেষে দুদিনের হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো। অবরোধের মতো হরতালের মধ্যেও আতঙ্ক আর যাত্রী সংকটের কারণে চলছে না দূরপাল্লার বাস।রাজধানীতে গণপরিবহন চললেও তা সংখ্যায় কম। অফিস খোলা থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের।
নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। সরেজমিন দেখা গেছে, হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ফার্মগেট, আসাদগেট, কল্যাণপুর, আগারগাঁও, মিরপুর রোড, গাবতলী, মিরপুর, পল্লবী, কালশী, মৌচাক, মালিবাগ, মগবাজার, খিলক্ষেত, পল্টন ও শাহবাগে যান চলাচল কম ছিল।
এসব সড়কে স্বল্প সংখ্যক প্রাইভেটকার চলতে দেখা গেছে। কিছু বাস চলাচল করলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ প্রসঙ্গে পথচারী পল্লব আচার্য বলেন, ‘আসাদগেট ও ফার্মগেট এলাকায় বাসের চেয়ে তুলনামূলক প্রাইভেটকারের সংখ্যা একটু বেশি। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি কম ছিল।’
মগবাজারের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘বাসে যেতে ভয় করে। কখন যে আগুন দেয়! কিন্তু অফিসে যেতেই হয়। বাসের জন্য আধাঘণ্টা দাঁড়িয়ে থেকেও আসেনি।’
মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় মোড়ে মোড়ে নাশকতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।এদিকে রাজধানীর অন্যান্য সড়কের তুলনায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা সীমিত ছিল। এ প্রসঙ্গে আরেক পথচারী স্বপ্না বেগম বলেন, ‘কল্যাণপুর বাসস্ট্যান্ডে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাস পেয়েছি। হরতাল থাকায় অফিসে আসার সময় ভোগান্তি হয়েছে।’
কালশী রোডে সরেজমিনে কয়েকশ দিনমজুরকে কাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। রুহুল কবির নামের একজন বলেন, ‘সাত-আট দিন ধরে কাজ পাচ্ছি না। আজকেও পাবো না। দুই মাস ধরে এমনিতেই কাজ কম। হরতাল ও অবরোধের কারণে কাজ আরও কমে গেছে।’
আরও পড়ুন <> বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার হরতাল চলছে
হরতালের প্রভাবে রাজধানী ছাড়াও দূরপাল্লার বাস চলাচলও সীমিত ছিল। সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ফাঁকা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহন কর্মকর্তা জানান, ‘সকাল থেকে এখনও দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।’
গাবতলী পর্বতা সিগন্যালে ডিউটিরত ট্রাফিক পুলিশ কনস্টেবল জাকির হোসেন জানান, ভোরে ও সকালে কিছু দূরপাল্লার বাস ঢাকায় ঢুকতে দেখা গেছে। এরপর আর চলছে না দূরপাল্লার কোনো বাস। যেসব বাস চলাচল করছে এসব আন্তঃজেলা ও সাভার থেকে ঢাকার ভেতরে চলাচল করে। এর সংখ্যাও আজ কম। এই সিগন্যালে সাধারণ সময়ে নিঃশ্বাস নেয়া যায় না। এতো ব্যস্ত সময় পার করতে হয়। সেসবের কিছুই নেই আজ।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও একদফা দাবি আদায়ে দেশব্যাপী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলো।
রাত থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে পিকেটিং, বাসসহ পরিবহন পোড়ানোর মতো ঘটনা। যার প্রভাবে খা খা করছে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল।
সকালে সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ কাউন্টারই খোলা। কিন্তু টিকিট বেচাবিক্রি নেই। কাউন্টারে নেই যাত্রী। হাঁকডাক নেই কাউন্টারগুলোতে। অনেক বাস কাউন্টার দেখা গেছে বন্ধ।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।