Apan Desh | আপন দেশ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া অন্যকে দেয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ২১:২৯, ২৭ নভেম্বর ২০২৩

ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া অন্যকে দেয়া যাবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়

দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে বলা হয়েছে কোনো তথ্য ব্যক্তির অনুমতি ছাড়া অন্য কাউকে দেয়া যাবে না। ব্যক্তি অনুমতি দিলেও কিছু তথ্য নির্ধারিত পদ্ধতি অনুসরণ ছাড়া ব্যবহারও করা যাবে না।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন তথ্য ব্যবহারে ব্যক্তির সম্মতির প্রয়োজন হয়, সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপাত্ত সুরক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই বোর্ড এসব বিষয় দেখাশোনা করবে। উপাত্ত যারা সংগ্রহ করবে, তাদের জন্য অনুসরণীয় কিছু নীতিমালা থাকবে, কিছু বিধিবিধান থাকবে। প্রস্তাবিত আইনে জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, ওই বোর্ড বিধিবিধান তৈরি করবে এবং তার আলোকে তথ্য সংগ্রহ করতে হবে এবং শেয়ার করবে। যারা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করবে, তাদেরও এই বোর্ডের কাছ থেকে নিবন্ধিত হতে হবে। সেই নিবন্ধনের ভিত্তিতে কাজগুলো করতে হবে। সেই বিধান রেখেই আইনটি করা হয়েছে।

জানা গেছে, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসংক্রান্ত বিষয় ও কার্যাবলির পরিচালনা ও ব্যবস্থাপনা ওই বোর্ডের অধীন ন্যস্ত থাকবে। একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে হবে ‘বাংলাদেশ উপাত্ত সুরক্ষা বোর্ড’।

জাতীয় নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে (সংসদ অধিবেশন না থাকায়) প্রস্তাবিত আইনটি পাস করার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, এ রকম কোনো পরিকল্পনা নেই। এছাড়া খসড়াটি আরেকবার (চূড়ান্ত অনুমোদনের জন্য) মন্ত্রিসভায় আসতে হবে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়