ছবি: সংগৃহীত
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশব্যাপী চলছে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী হরতাল সফলে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবনবাজি রেখে শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালন করছে। সরকারের রক্তচক্ষু, গ্রেফতার অভিযান, নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা তাদের মিছিল অব্যাহত রেখেছে। শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন।’
এর আগে বুধবার সড়ক-রেল-নৌপথ অবরোধ পালন করে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।