ছবি: সংগৃহীত
মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল ঘুরে দেখেছেন। উনাদের কাছে বিভিন্ন ধরণের তথ্য ছিলো। সেই ফাইন্ডিংস এর ভিত্তিতে উনারা ৩০ তারিখে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেও জানান তিনি।
ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচনে মনোনয়ন দেয়া স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র জমা প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭১৩টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। অন্যদিকে নির্বাচনে অংশ নিয়েছে ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। যেসব থানায় বা উপজেলায় ওসি ও ইউএনওদের কর্মকাল ছয় মাসের অধিক হয়েছে তাদেরকে ৫ ডিসেম্বরের মধ্যে বদলি করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে বদলীর খবরে ইউএনও এবং ওসিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।