ছবি : সংগৃহীত
মোহনগঞ্জ এক্সপ্রেসের পর এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ওই ট্রেনে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপর চটের বস্তাটি রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়।
আগুন নেভানোর সময় ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে সেটি গন্তব্যে রওনা হয়।
এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়াও আহত হন বেশ কয়েকজন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।