ফাইল ছবি
৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন–ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে সেখানে।
এতে আরও বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।