Apan Desh | আপন দেশ

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:৫১, ২৮ ডিসেম্বর ২০২৩

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

ফাইল ছবি

চলতি বছরের শেষ দিন রোববার। এদিনই চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটন রোডে মেট্রোরেল কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক একথা জানান।

তিনি বলেন, ‘সবশেষ এই দুই স্টেশন খুলে দেয়ার মাধ্যমে এমআরটি-৬ লাইনের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেয়া হচ্ছে’।

ওইদিন থেকে এ দুই স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

আরও পড়ুন>> প্রশাসনকে কঠোর হবার অনুরোধ সিইসি’র

স্টেশন দুটি খুলে দেয়ার দিন রাতে অর্থাৎ ‘থার্টিফাস্ট নাইটে’ মেট্রোরেল সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে ফানুস না উড়ানোর আহ্বান জানান ছিদ্দিক। 
এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আজ বৃহস্পতিবারে ডিএমটিসিএল-এর পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়