ছবি: আপন দেশ
ভোট বন্ধের প্রচারণা চালানো মানবাধিকার লঙ্ঘন। যেসব দল ভোট বন্ধের প্রচারণা চালাচ্ছেন তারা মানবাধিকারল লঙ্ঘন করছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কিনা- এ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। সংস্থা দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই)। একইসঙ্গে তারা নির্বাচনকালীন সহিংসতার, মানবাধিকার সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছে।
কমিশনের চেয়ারম্যান বলেন, তারাপূর্ববর্তী নির্বাচনগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা শুনেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচনকালীন সহিংসতা ও মানবাধিকারের সুরক্ষার বিষয়ে জানতে আমাদের দেশে এসেছেন।
আরও পড়ুন>> ‘আলোচনায় বসুন, সংলাপ করুন’
তিনি বলেন, তারা জানতে চান আমাদের দেশের নির্বাচনটি কেমন হবে। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন হওয়াটা সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাদের নজরে এসেছে। তবে তারা চায়, যেই পার্টিই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।
তিনি আরও বলেন, ইসির সঙ্গে আলোচনায় নির্বাচনের আগে, পরে ও ভোটের সময় কেমন আচরণবিধি মেনে চলা উচিত সে সম্পর্কে নির্দেশনা দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকেও জানিয়েছি। তারা আমাদের এই কার্যক্রমে সন্তুষ্ট হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচনে ২৯টি দল অংশগ্রহণ করছে। এটা তারাও জানেন। বিএনপি অংশ নিচ্ছে না, এতে তাদের কোনো কনসার্ন দেখিনি। এ নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তারা জানতে চান। আমরা তাদের সেই বিষয়গুলোই জানিয়েছি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।