Apan Desh | আপন দেশ

ম্যাজিস্ট্রেটরাও শঙ্কায়, হামলাকারীরা অধরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১ জানুয়ারি ২০২৪

ম্যাজিস্ট্রেটরাও শঙ্কায়, হামলাকারীরা অধরা

কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘন জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের উপর হামলা, গাড়ি ভাঙচুর। ছবি: আপন দেশ

নির্বাচনে নানা অভিযোগের নিস্পত্তি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো দেখছেন। তবে দেশের বিভিন্ন স্থানে হাকিমদের ওপর হামলা, কাজে বাধা দে;য়াসহ অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।

মামলা হলেও হামলারকারীরা গ্রেফতার হচ্ছে না। ফলে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। নির্বাচন কমিশনের কাছে এমনটি ব্যক্ত করেছেন হাকিমরা। 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে প্রতিপক্ষ প্রার্থীরা। ওই প্রার্থীকে জমিনানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রায়হানুল ইসলাম। তিনি সহকারী কমিশনার (ভূমি)। 

পুলিশ জানায়, দেবিদ্বার উপজেলার পৌরসভার ভিংলাবাড়িতে রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনী সভা করছিলো স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদসহ তার সমর্থকরা৷ খবর পেয়ে সভায় উপস্থিত হোন দেবিদ্বার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রায়হানুল ইসলাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে।

আরও পড়ুন<<>> ‘নির্বাচন পেছানোর এখতিয়ার ইসির নেই’

এসময় সভার আজাদ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটের উপর ইটপাটকেল ছুঁড়ে মারেন। ম্যাজিস্ট্রেটকে বহন করা গাড়ীর সামনের কাঁচ ভেঙে ফেলে। এ ঘটনায় সহকারী কমিশনার রায়হানুল ইসলাম এর অফিস সহকারী মো আলাদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হলেও, কাউকে আটক করতে পারেনি পুলিশ।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, জরিমানার ঘটনায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করায় হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। তিনি এখন সুস্থ আছেন। মামলা দায়ের করা হয়েছে৷ দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে গিয়ে এমন হামলার শিকার হলে দায়িত্ব্ পালন করবে কিভাবে। হাকিমদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি অবশ্যই আমলে নেয়া দরকার। ইতোমধ্যে ইসিতে এমন তথ্য সরবরাহ করা হয়েছে। 

আপনে দেশ/এবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়