Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ২ জানুয়ারি ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের 

ছবি : সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম (এন-১) মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও অন্যান্য যানবাহনের যাত্রী এবং চালকদের।

দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ চলছিল বলে জানিয়েছে একাধিক সূত্র। 

ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক কাকলী আক্তার বলেন, 'কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না এবং তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।'

আরও পড়ুন <> লড়েও হেরে গেলেন তারা

নিলুফা আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘আমরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি, মাস শেষে যদি বেতন না পাই সংসার চালাব কী দিয়ে, খাবো কী? আজ আমাদের বেতন না দিলে আমরা মহাসড়ক থেকে যাব না।যতবার আমাদের বেতন বকেয়া পড়েছিল, ততবার আমরা মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।’

বিষয়টি নিয়ে জানতে ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে দ্বিতীয়বার ফোন করলে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা এই বিষয়টি নিয়ে কোনো কথা বলবে না।

চান্দিনা থানার ওসি আহমেদ সানজুর মোর্শেদ বলেন, 'গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ম্যানেজ করার চেষ্টা চলছে।'

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়