Apan Desh | আপন দেশ

পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ২ জানুয়ারি ২০২৪

পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

ছবি: সংগৃহীত

প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে চালকরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ায় তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন>> ‘নৌকায় ভোট পেলে ক্ষমতায় আসতে পারবো’

এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। অটোরিকশা চালাতে বাধা দেয়ায় চালকরা একত্র হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে। তাদের হামলায় আমাদের এক সদস্য আহত হয়েছেন। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়