প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল দিয়েছিলেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচার করা হবে।
জানা গেছে, ভাষণে সিইসি জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেয়ার আহ্বানসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আহ্বান জানাবেন। সেই সঙ্গে ভোটের সার্বিক প্রস্তুতি জানাবেন এই ভাষণে।
সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, শনিবার সকালে সিইসির ভাষণটি ধারণ করা হবে। সেটি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।
শুক্রবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ভোটের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে। সুষ্ঠু নির্বাচনের অনুকূল ভোটের পরিবেশ রয়েছে।
আরও পড়ুন <> বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলছে
বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ভোট নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগ-উত্কণ্ঠারও কমতি নেই। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল ভোটের জন্য অপেক্ষা।
এর আগে গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে সিইসি ৩০০ আসনের তফসিল ঘোষণা করেন। পরে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। ভোট হবে ২৯৯ আসনে।
প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে নিরাপত্তার চাদরে রয়েছে নির্বাচনী এলাকা। ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের দুই লাখ ৬০ হাজার ভোটকক্ষে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তারা।
আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে সাত লাখের মতো সদস্য, নয় লাখের মতো ভোটগ্রহণ কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী হাকিম, বিচারিক হাকিমসহ আরো অনেক লোক নির্বাচনি কাজে সম্পৃক্ত হয়েছে। এবার স্থানীয় ও বিদেশি-পর্যবেক্ষক রয়েছে ২৫-৩০ হাজারের মতো।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।