Apan Desh | আপন দেশ

২০২৩ সা‌লে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১৬ জানুয়ারি ২০২৪

২০২৩ সা‌লে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ

ফাইল ছবি

২০২৩ সা‌লে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছে। শুধু ডিসেম্বর মাসে ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, ঢাকা‌তে ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ছে ৮৬‌টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ৮৮ জন। এছাড়া চট্টগ্রা‌মে ৯৪টি দুর্ঘটনায় ৭৯ জন, রাজশাহী‌তে ৭৪টি দুর্ঘটনায় ৬৩ জন, খুলনায় ৭৩টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। ওই মাসে ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় ২৮ জন, সি‌লে‌টে ২৪ জন, রংপুরে ৫৪ জন এবং ময়মন‌সিংহে ৪৮ জন প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুলাই মা‌সে। ওই মাসে সারা‌দে‌শে ৫৬৬ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ৫৩৩ জন। জুন মাসেও পাঁচ শতাধিক মানুষের প্রাণ গেছে সড়কে। ওই মাসে সারা‌দে‌শে ৫০৪ জনের মৃত্যু হয়েছে। সড়কে দুর্ঘটনা হয়েছে ৫৬২টি।

এছাড়া জানুয়া‌রিতে ৩২২ সড়ক দুর্ঘটনায় ৩৩৩ জন, ফেব্রুয়া‌রিতে ৩০৮ দুর্ঘটনায় ৩০৩ জন, মার্চে ৩৮৭ দুর্ঘটনায় ৪১৫ জন, এপ্রিলে ৪৭৬ দুর্ঘটনায় ৪৫৯ জন এবং মে মা‌সে ৪৮৩ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন>> ‘অসভ্য জাতিতে পরিণত হতে পারি’

আগস্টে সারাদেশে সড়কে মৃত্যু হয় ৩৭৬ জনের। সে‌প্টেম্বরে ৪১০ জন, অক্টোবরে ৩৯৪ জন, ন‌ভেম্বরে ৪৭০ জন এবং ডি‌সেম্বরে ৪৩৩ জন প্রাণ হারিয়েছে সড়কে। এ নি‌য়ে গত বছ‌রে মোট পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ৫ হাজার ২৪ জন। আহত হ‌য়ে‌ছেন ৭ হাজার ৪৯৫ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে সারাদেশে ৬ হাজার ২৬১ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৯০২ জন। আর আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন।

এছাড়া ওই সময় রেলপথে ৫২০ দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮ দুর্ঘটনায় ৯১ জন নিহত, ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়