ছবি : আপন দেশ
রাজধানীর লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদ করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সরকারি ব্যবস্থাপনায় একটি কোম্পানির অধীনে নতুন করে ৫ হাজার উন্নতমানের বাস নামানোর দাবিও জানান সংগঠনের নেতারা।
শনিবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এ দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, সরকারের নতুন পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা আনার জন্য দ্রুত লক্কর-ঝক্কর বাস উচ্ছেদ করতে হবে। উন্নত দেশের আদলে স্মার্ট, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন ব্যবস্থা চালু করতে হবে। রাজধানীসহ সারাদেশে ছোট ছোট যানবাহনের পরিবর্তে সরকারি ব্যবস্থাপনায় একটি কোম্পানির অধীনে অথবা পিপিপির অধীনে নতুন বাস নামানো জরুরি।
তিনি অভিযোগ করেন, বেসরকারি ব্যবস্থাপনায় বাসের মালিকানা থাকায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এ ক্ষেত্রে দক্ষ বিশেষজ্ঞ পরিচালকের নেতৃত্বে সরকারি ব্যবস্থাপনায় এই কোম্পানি পরিচালনা করা যেতে পারে।
বিআরটিসি পরিচালনায় আমলাতন্ত্রের পরিবর্তন দাবি করেন তিনি। বলেন, আন্তজার্তিক বাজার থেকে বাস কোম্পানি পরিচালনায় দক্ষ অভিজ্ঞ পরিচালক নিয়োগ দিতে হবে। তাহলে বিআরটিসিকে লাভজনক করা যাবে। পাশাপাশি যাত্রী পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।