Apan Desh | আপন দেশ

হজ নিবন্ধনের সময় শেষবারের মতো বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৪

হজ নিবন্ধনের সময় শেষবারের মতো বাড়ল

ছবি: সংগৃহীত

চতুর্থ ও শেষবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে, ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। কিন্তু সৌদি আরবের দেয়া কোটার অর্ধেকও পূরণ হয়নি। বিধায় সময়সীমা বাড়ানো হলো।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী নেবে সৌদি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন। সে হিসেবে এখনো কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়