ছবি: সংগৃহীত
হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা বন্ধের পর মেট্রো চলাচল শুরু হয়েছে। মেট্রোর একটি সূত্র জানিয়েছে, রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে বলা হয়েছে, কারিগরি ত্রুটি।
রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, যান্ত্রিক গোলযোগে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সিগন্যাল সমস্যা কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন>> ‘বাংলাদেশের সঙ্গে নয়, মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ’
টিএসসি স্টেশনে মেট্রোর অপেক্ষায় থাকা তানজিলা ইসলাম রিমা বলেন, ৪০ মিনিট মেট্রোর জন্য অপেক্ষা করলাম। এরপরও না আসায় এখন বাসে করে বাসায় ফিরতে হবে। স্টেশন কর্তৃপক্ষ বলছে সাময়িক সমস্যা, বিস্তারিত কিছুই জানাচ্ছে না। এতে বিভ্রান্তি আরো বাড়ছে।
একই সমস্যার কথা জানিয়েছেন মেট্রোর নিয়মিত একাধিক যাত্রী।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের তা জানাননি তিনি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।