Apan Desh | আপন দেশ

মূল্যস্ফীতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

মূল্যস্ফীতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এ মন্তব্য করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের লিখিত উত্তরে 

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, ইইউ-সহ গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশগুলোতে ২০২৪ সালে মূল্যস্ফীতি কমে আসবে। এমনই পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি, খাদ্যপণ্য ও সারের মূল্য কমে আসা, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়, খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে নানান চ্যালেঞ্জ রয়েছে। তবুও বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে অবস্থান বজায় রাখছে।

আরও পড়ুন>> পেঁয়াজ-চিনি ছাড়াই টিসিবির পণ্য বিক্রি

সরকারপ্রধান বলেন, অর্থপাচার রোধে বর্তমানে দেশে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ বলবৎ রয়েছে। সর্বশেষ ২০১৫ সালের ২৬ নভেম্বর সংশোধিত হয়। এই আইনের বিধান অনুসারে বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি, নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচারকে মানিলন্ডারিং অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

‘মানিলন্ডারিং অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন ৪ (চার) বছর, সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর অতিরিক্ত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা ১০ লাখ টাকা (এর মধ্যে যা অধিক) অর্থদণ্ডের বিধান রয়েছে।’

শেখ হাসিনা বলেন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সহজ করতে, বিভিন্ন দেশের সঙ্গে পারষ্পরিক আইনগত সহযোগিতা নিশ্চিত করতে পারস্পরিক সহায়তা আইন, ২০১২ জারি করা হয়েছে। এর আওতায় অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা দিতে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া, এটর্নি জেনারেলের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অর্থ উদ্ধারে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে আইনগত সহায়তা চুক্তি সইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে বিএফআইইউ কর্তৃক একটি গাইডলাইন্স প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় সমন্বয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়