Apan Desh | আপন দেশ

কক্সবাজারের দুই সৈকতের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৪

কক্সবাজারের দুই সৈকতের নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

কক্সবাজারে দুটি সমুদ্র সৈকতের নতুন নাম দেয়া হয়েছে। এর মধ্যে বহুল পরিচিত সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণ করা হয়েছে। অন্যটি সুগন্ধা ও কলাতলী বিচের মধ্যবর্তী স্থান। যেটিকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিলো মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নামে কক্সবাজার সুগন্ধাকে বঙ্গবন্ধু, সুগন্ধা ও কলাতলীর মাঝখানের খালি জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করতে নির্দেশ দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়