ফাইল ছবি
শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ। মার্চ মাসে বাড়বে মন্ত্রিসভার আকার। এ যাত্রায় পূর্ণ মন্ত্রীর চেয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীই বেশি হতে পারেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যবারের তুলনায় এ মন্ত্রিসভার আকারে অনেক ছোট। তাই অল্পদিনের মধ্যে মন্ত্রিসভার আকার বাড়বে এটি অনেকটাই নিশ্চিত ছিল। তবে কবে বাড়বে মন্ত্রিসভার আকার এ নিয়ে সুনির্দিষ্ট তারিখ কেউ বলতে পারছেন না।
একটি সূত্র জানিয়েছে, শিগগির মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে।
কোনো কোনো ক্ষেত্রে কারা মন্ত্রিসভায় আসছেন সে সম্পর্কে অনুমান করে অনেকে বলছেন, ছয়-সাত জন নতুন মুখ যুক্ত হতে পারেন। এক্ষেত্রে পূর্ণ মন্ত্রী যুক্ত হওয়ার সম্ভাবনা কম। যারা আসবেন বলে মনে করা হচ্ছে তারা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবেই মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন।
আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন তাদের মধ্যে অন্তত তিন জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪৮ জন সংরক্ষিত নারী সদস্য মনোনয়ন দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি দিয়েছে দুজনকে। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
মঙ্গলবার পরিপত্রও জারি করা হয়েছে। এখন শপথ নিলেই তারা সংসদে যোগ দিতে পারবেন। আজই তাদের শপথ নেয়ার কথা।
আরও পড়ুন <> রাখাইনে ৮০ জান্তা সেনা নিহত
বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর আগের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী এবারের মতোই ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আগের মন্ত্রিসভা ছিল ৪৯ সদস্যের।
আওয়ামী লীগের এক নেতা ও মন্ত্রী গণমাধ্যমকে বলেন, গত মন্ত্রিসভার আকার ছিল ৪৯ জনের। এদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন ছিলেন পূর্ণ মন্ত্রী, ২০ জন প্রতিমন্ত্রী ও তিন জন ছিলেন উপমন্ত্রী। এবারো মন্ত্রিসভা সম্প্রসারণ হয়ে এমন সংখ্যায় দাঁড়াতে পারে। তবে সম্ভাব্য মার্চে যে সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে সেখানে একবারেই হয়তো এই সংখ্যায় পৌঁছানো হবে না।
এদিকে আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতা জানান, এবারের মন্ত্রিসভার আকার বেশ ছোট। বিশেষ করে গুরুত্বপূর্ণ বা বড় মন্ত্রণালয়গুলোয় মন্ত্রী থাকলেও সবকটিতে প্রতিমন্ত্রী।
অন্যদিকে মন্ত্রিসভা সম্প্রসারণের খবরে নিজের জায়গা নিশ্চিত করতে নতুনদের পাশাপাশি পুরনোরাও জোর চেষ্টা চালাচ্ছেন। সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা কম থাকলেও এই চেষ্টায় পিছিয়ে নেই ১৪-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কেউ কেউ। নিজেদের মতো করে জোর চেষ্টা চালাচ্ছেন তারা। এমনকি কেউ কেউ বন্ধুরাষ্ট্রের মাধ্যমেও জোর লবিং করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি মন্ত্রিসভার পরিধি বাড়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটি প্রধানমন্ত্রী বলতে পারেন, তবে এখানে সময়মতো কিছু জায়গায়, যেমন- শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়, (যেখানে এখনো মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেয়া হয়নি) এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে। এটি আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রী আসতে পারে। সেই হিসেবে এর পরে চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটি করবেন।’
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।