ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের কাছে ৩৮ মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের কেউই শঙ্কামুক্ত নন।
শুক্রবার (১ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বিফ্রিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আহত ১২ জনের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আর বাকি দুজন ঢাকা মেডিকেলে। যারা মারা গেছেন তাদের বেশ কয়েকজনকে এখনও শনাক্ত করা যায়নি। প্রয়োজনে সব কিছু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদের জন্য চেষ্টা করছি। আমি এখন আবার চিকিৎসকদের নিয়ে বসব। একটি পরিকল্পনা করব কীভাবে কী করা যায়।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।