Apan Desh | আপন দেশ

জাতীয় ভোটার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ২ মার্চ ২০২৪

জাতীয় ভোটার দিবস আজ

ছবি : সংগৃহীত

আজ শনিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’।

দিবসটি উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি আয়েজন করেছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ইসি সচিবালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে থানা-উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন <> সময় বাড়লেও খুশি নন প্রকাশকরা!

ইসির জনসংযোগ শাখা সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, আজ বিকাল তিনটায় নির্বাচন ভবনের আয়োজন করা হবে আলোচনা সভা। ভোটার দিবসে প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা।

খসড়া তালিকা অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় ভোটার কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়